Site icon janatar kalam

বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপিত হলো বাংলাদেশ সহকারি হাইকমিশনের অফিসে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বাংলাদেশের মহান বিজয় দিবস বিগত দিনের মত আবারও রাজ্যে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত। বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ভারত বর্ষ তথা ত্রিপুরার একটা বিশাল অবদান রয়েছে। পূর্ব পাকিস্তানের হাত থেকে বাংলাদেশকে স্বাধীনতা এনে দিতে এই দেশ তথা ত্রিপুরার নাগরিকদেরও একটা বিশাল অবদান রয়েছে। তাই বিজয় দিবসে বারবারই এই রাজ্যের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আসছে সে দেশের সরকার কিংবা সচেতন নাগরিকরা। বিগত দিনের মতোই আবারো রাজ্যে বাংলাদেশ সহকারি হাইকমিশনের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয় বাংলাদেশের মহান বিজয় দিবস। শুক্রবার সকালে সহকারি হাইকমিশন কার্যালয়ে সেদেশের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবসের অনুষ্ঠান। সেখানে পতাকা উত্তোলন করেন সহকারি হাইকমিশনার আরিফ মহম্মদ। এরপর সেখানে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, পররাষ্ট্রমন্ত্রী বাণী পাঠ ও স্বাধীনতার সংগ্রামের শহীদদের জন্য বিশেষ প্রার্থনা করা হয়। পরে সেখান থেকে সহকারী হাইকমিশনারসহ উপস্থিত ব্যক্তিত্ব লিচু বাগান স্থিত অ্যালবার্ট এক্কা পার্কে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। দ্বিতীয় পর্বে আয়োজন করা হয় এক আলোচনাচক্র ও দুই দেশের সাংস্কৃতিক ব্যক্তিত্বদের নিয়ে এক মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনা চক্রের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী।

Exit mobile version