Site icon janatar kalam

ছাত্রীবাসের ভিতরে এ্যাডভোকেট এর চেম্বার ও প্রাইভেট টিউশনি, অভিযোগ নিয়ে শিক্ষামন্ত্রীর নিকট হোস্টেলের ছাত্রীরা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গার্লস হোস্টেল এর ভিতরেই এডভোকেট স্বামীর চেম্বার। হোস্টেলের মধ্যেই আবার প্রাইভেট টিউশনি করছেন হোস্টেল সুপারেনটেনডেন্ট কাম কলেজ প্রফেসর তৃপ্তি সাহা। অভিযোগ জানাতে ছাত্রীরা গেল শিক্ষামন্ত্রী বাড়ি। রাজধানীর ওমেন্স কলেজের ভগিনী নিবেদিতা ছাত্রীবাসের বিভিন্ন সমস্যা নিয়ে শিক্ষামন্ত্রী রতন লাল নাথের বাড়িতে দেখা করতে গিয়েছে ওই ছাত্রীবাসের ছাত্রীরা।মন্ত্রীর সাথে দেখা হতেই একগুচ্ছ অভিযোগ জানিয়েছে ছাত্রীরা ,সেখানে দায়িত্ব থাকা ছাত্রীবাসের সুপারেনটেনডেন্ট এবং তার এডভোকেট স্বামীর বিরুদ্ধে। অভিযোগ ছাত্রীবাসের ভিতরে নাকি কলেজের প্রফেসর সাহেবা প্রাইভেট টিউশনি করছেন। আর অ্যাডভোকেট স্বামী খুলে বসে আছেন প্রাইভেট চেম্বার। ছাত্রীবাসের ভিতরটা মনে হচ্ছে সরকার স্বামী-স্ত্রীর জন্যই বরাদ্দ করেছে। ছাত্রীদের সুবিধা-অসুবিধার কোনও খোঁজ খবরই রাখেননা কলেজের প্রফেসর। প্রায় সময় ছাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করে। ছাত্রীদের চরিত্র নিয়েও প্রফেসর সাহেবাপ্রায় সময় গালিগালাজ করে। ছাত্রী বাসের ভিতরেই প্রাইভেট টিউশন ও ওকালতির প্র্যাকটিস করায় প্রতিদিন হোস্টেলের ভিতর বহিরাগত ছেলেমেয়েদের প্রবেশ ঘটছে। যেখানে ছাত্রীদের পিতা-মাতা কেউ এলাও করা হয় না। ছাত্রী বাসের ভিতরের খাবার নিয়েও অভিযোগ তুলছে ছাত্রীরা |শুধু খাবার নয় স্নানের জল ও পরিষ্কার পরিছন্নতা নিয়েও প্রশ্ন উঠছে। আরও অভিযোগ কলেজের প্রফেসর ও তার স্বামীর নয়া ফরমান রাত্র আটটার পর নাকি কেউ অসুস্থ হতে পারবে না। এনিয়েও অভিযোগ তুলেছে ছাত্রীরা। এদিন শিক্ষামন্ত্রী সমস্ত ছাত্রীদের অভিযোগ শুনে খুব শীঘ্রই একটা বিহিত ব্যবস্থা গ্রহণ করবে বলে আশ্বস্ত করেছেন ছাত্রীদের। উল্লেখ্য রাজধানীর প্রাণকেন্দ্র কৃষ্ণনগরে অবস্থিত ভগ্নি নিবেদিতা ছাত্রীবাসের যখন এই অবস্থা চলছে তখন মফস্বল শহর গুলির হোস্টেলের অবস্থা কিরকম হবে সেটা খুব সহজেই অনুমেয়।

Exit mobile version