জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাধারন নাগরিক জীবনে সরকারের প্রদত্ত সমস্ত সুযোগ সুবিধা সঠিক ভাবে পৌঁছাচ্ছে কিনা, এবং এক্ষেত্রে যদি কোন খামতি থাকে তবে সাধারন জনগনের কাছ থেকে অসুবিধাজনক পরিস্থিতি ও সমস্যা জেনে সেগুলো কিভাবে বিভিন্ন স্তরের মাধ্যমে সমাধান করা যাবে সেই রাস্তা তৈরি করার জন্যই তৈরি হয়েছে আমার সরকার ওয়েব পোর্টাল। এই ওয়েব পোর্টালের মাধ্যমে কিভাবে কাজ করা হবে তার ওপর এক কর্মশালা অনুষ্ঠিত হয় বুধবার।
আগরতলা প্রজ্ঞা ভবনে আয়োজিত এই কর্মশালায় মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন সহ প্রশাসনিক অধিকর্তারা। এদিন কর্মশালায় মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকারের একটি শ্লোগান রয়েছে সবকি যোজনা সবকি বিকাশ। যে কোন প্রকল্প বা যোজনার সুবিধা যাতে সমাজের সব অংশের মানুষের কাছে পৌঁছায় সেদিকে লক্ষ রাখতে হবে। কিন্ত অনেক সময় দেখা যায় এধরনের আকর্ষক স্লোগান থাকলেও নির্বাচিত প্রতিনিধি থেকে শুরু করে সরকারি আধিকারিকদের কাজে উদাসীনতা চলে আসে। কিন্তু কাজে খামতি রাখার সময় খুব কম। তাই সরকারি উন্নয়নমূলক কাজগুলি দ্রুত সম্পন্ন করার মানসিকতা এখন নিতে হবে। জাতীয় স্তরে বিভিন্ন সেমিনারে উন্নয়নমূলক কাজ নিয়ে ত্রিপুরার সুনাম ইতিমধ্যেই গোটা দেশে ছড়িয়ে পড়েছে। এই সুনাম যাতে অক্ষুন্ন থাকে সে চেষ্টা করতে হবে। তবে মানুষের সমস্যা সমাধানের সবথেকে বেশি কাজ করতে হবে এখন। এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা গড়তে আকর্ষক শ্লোগানের দেওয়া প্রতিশ্রুতি গুলি এখন অবশ্যই পূরণ করতে হবে।