জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রশাসনিক উন্নয়নমূলক কর্মসূচি গুলি সরোজমিনে খতিয়ে দেখতে প্রতিনিয়তই ময়দানে নামছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উন্নয়ন কর্মযজ্ঞের উদ্বোধন ও শিলান্যাসের পাশাপাশি মুখ্যমন্ত্রী সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানও পরিদর্শন করছেন। মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেবার পর এবার প্রথমবারের মতো আগরতলা বনমালীপুর এলাকাস্থিত পূর্বাশা পরিদর্শন করলেন। বুধবার সাত সকালে মুখ্যমন্ত্রী ছুটে যান পূর্বাশায়। যদিও তখন অফিসের সময় হয়নি। অফিসের কাজ যথারীতি শুরু হবার আগেই পূর্বাশার সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে ছুটে যান তিনি। মুখ্যমন্ত্রীর পূর্বাশা পরিদর্শনের খানিকটা আগাম খবর পেয়ে দ্রুত সেখানে ছুটে যান দপ্তরের অধিকর্তা থেকে শুরু করে চেয়ারম্যান বলাই গোস্বামী। ছিলেন বিধায়ক ডক্টর দিলীপ কুমার দাসও। বিধায়ক ও আধিকারিকদের সাথে নিয়েই এদিন মুখ্যমন্ত্রী গোটা পূর্বাশা পরিদর্শন করে কাজের অগ্রগতি সরোজমিনে খতিয়ে দেখেন। এই পূর্বাশাকে আরো কিভাবে উন্নতির দিকে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে তিনি কথা বলেন আধিকারিকদের সাথে।