জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে অর্থনীতি ও পরিসংখ্যান অধিদপ্তরের উদ্যোগে এবার আয়োজন করা হলো এক গুরুত্বপূর্ণ কর্মশালা। রাজধানী আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত একদিনের এই কর্মশালার আলোচনার বিষয়বস্তু ছিল বিদ্যমান পরিসংখ্যানগত পণ্যের পর্যালোচনা এবং রাজ্যে নতুন পরিসংখ্যানগত পণ্য সনাক্তকরণের জন্য ডেটা। রাজ্যভিত্তিক এই কর্মশালার উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন দপ্তরের অধিকর্তা সুরেশ চন্দ্র দাস, অতিরিক্ত অধিকর্তা অরূপ কুমার চন্দ্র সহ আরো অন্যান্য আধিকারিকরা।