জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানী আগরতলার বনেদি স্কুল উমাকান্ত একাডেমির প্রতিষ্ঠা দিবস আগামী ১৫ ডিসেম্বর। এবছর এই শিক্ষা প্রতিষ্ঠানের ১৩৩ তম প্রতিষ্ঠা দিবস। আর এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রবিবার উমাকান্ত একাডেমী এলামনির উদ্যোগে আয়োজন করা হয় কচিকাচাদের নিয়ে এক বসে আঁকো প্রতিযোগিতা। স্কুলের মধ্যেই আয়োজিত এই অঙ্কন প্রতিযোগিতায় প্রায় শতাধিক ছেলেমেয়ে অংশ নেয়। প্রতিযোগিতা হয় তিনটি বিভাগে। সকালে এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট মোকাভিনয় অভিনেতা স্বপন নন্দী সহ এলামনির সদস্যরা।