জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানী আগরতলা শান্তি পাড়ার বহু পুরনো একটি স্কুল ক্ষেত্রমোহন একাডেমি।যে স্কুল থেকে শিক্ষা নিয়ে বহু ছাত্র-ছাত্রী দেশ-বিদেশে এখন কর্মরত রয়েছে। অনেকেই ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছেন এখান থেকে পড়াশোনা করে। এরকম একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি কোন নজর দেয়নি রাজ্যের পূর্বতন সরকার। যার ফলে এই শিক্ষা প্রতিষ্ঠানটি শুধুমাত্র সঠিক রক্ষণাবেক্ষণের কারণে অস্তিত্ব সংকটের সম্মুখীন এখন। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নির্বাচনী কেন্দ্র এলাকায় অবস্থিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি। খানিকটা দেরিতে হলেও স্কুলের এই বেহাল দশার খবর জানতে পেরে তৎপর হলেন মুখ্যমন্ত্রী। শনিবার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ছুটে গেলেন এই ক্ষেত্র মোহন একাডেমিতে। মুখ্যমন্ত্রীর সফর সঙ্গী ছিলেন শিক্ষা দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ, মুখ্য সচিব জে কে সিনহা, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, স্থানীয় কর্পোরেটর রত্না দত্ত, জেলাশাসক দেবপ্রিয় বর্ধন, পৌরনিগমের কমিশনার সহ আরো অনেকে। স্কুলটি পরিদর্শন করে এদিন মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান, নতুন করে এই স্কুলটিকে ইংরেজি মিডিয়ামে পরিণত করা হবে। তার আগে স্কুলের জমি পুনরুদ্ধার করে তৈরি করা হবে নতুন পরিকাঠামো। এর জন্য ইঞ্জিনিয়ারদের দ্রুত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।