জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রশাসনকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই প্রতি ঘরে সুশাসন কর্মসূচি চলছে এখন রাজ্যে। আগামী ১৪ ডিসেম্বর পুরাতন আগরতলা কৃষ্ণমালা মঞ্চ প্রাঙ্গনে রাজ বাড়ির মাঠে অনুষ্ঠিত হবে প্রতি ঘরে সুশাসন মেলা। একই সাথে সেদিন চতুর্দশ মন্দির প্রাঙ্গণে একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের শিলান্যাসও অনুষ্ঠিত হবে। সুশাসন মেলা ও শিলান্যাসের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সেদিনের এই অনুষ্ঠানকে সার্বিকভাবে সফল করে তুলতে শনিবার পশ্চিম জেলাশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয় এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক। খয়েরপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তীর পৌরহিত্যে অনুষ্ঠিত এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক দেবপ্রিয় বর্ধন, পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।