Site icon janatar kalam

ঋণ দানের মাধ্যমে মহিলাদের স্বনির্ভর করে তোলার প্রয়াস নিয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি : প্রতিমা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে প্রগতি প্যাকসের পক্ষ থেকে বড়জলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ঋণ দান শিবিরের আয়োজন করা হয় শুক্রবার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, বড়জলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডা: দিলীপ দাস, কর্পরেটর জগদীশ দাস সহ অন্যান্যরা।শিবিরে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন, ঋণ দানের মাধ্যমে মহিলাদের স্বনির্ভর করে তোলার প্রয়াস নিয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদির কথায় স্বনির্ভর মহিলারাই গড়ে তুলতে পারবে আত্মনির্ভর ভারত।

Exit mobile version