Site icon janatar kalam

মহিলা স্বনির্ভর হলেই আত্মনির্ভর হয়ে উঠবে দেশ : মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ২০১৭-১৮ সালে সারা রাজ্যে স্ব-সহায়ক দলের সংখ্যা ছিল মাত্র ৪ হাজার ১৫৩ টি। বর্তমান সরকারের পৌনে পাঁচ বছরে স্ব-সহায়ক দলের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩৯ লক্ষেরও বেশি।পূর্বেকার সরকারের তুলনায় প্রায় ৯ গুণ বৃদ্ধি পেয়েছে স্ব সহায়ক দল। ব্যাংক ও সরকার ব্যাপক হারে ঋণ দিয়েছে মহিলাদের স্বনির্ভর হওয়ার লক্ষ্যে। বর্তমান সরকারের লক্ষ্য মহিলা স্বনির্ভর হলেই আত্মনির্ভর হয়ে উঠবে দেশ। শুক্রবার শহুরি সমৃদ্ধি উৎসবের সূচনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কথাগুলো বললেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা: মানিক সাহা। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগর উন্নয়নমন্ত্রী মনোজ কান্তি দেব, মেয়র দীপক মজুমদার এবং সচিব অভিষেক সিং প্রমূখ।

Exit mobile version