জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ঘরঘর বিজেপি কর্মসূচি নিয়ে বাড়ি বাড়ি ছুটে বেড়াচ্ছেন নিজ নিজ কেন্দ্রের জনপ্রতিনিধি থেকে শুরু করে স্থানীয় নেতাকর্মীরা। এই কাজে পিছিয়ে নেই খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা নিজেও। নিজের বিধানসভা কেন্দ্র দিয়েই মুখ্যমন্ত্রী শুরু করেছিলেন ঘরঘর বিজেপি কর্মসূচি। বুধবার পুনরায় নিজের বিধানসভা কেন্দ্রে কার্যত ভোট প্রচারে নামলেন তিনি। আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, স্থানীয় কর্পোরেটর সহ বিজেপির মন্ডল নেতৃত্বদের সাথে নিয়ে এদিন মুখ্যমন্ত্রী বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের ২০ ও ৩১ নং ওয়ার্ডে বাড়ি বাড়ি গেলেন। এই প্রচার কর্মসূচিতে ভোটারদের কাছে গিয়ে মুখ্যমন্ত্রী নিজের হাতে বর্তমান সরকারের সময়কালে উন্নয়নমূলক কাজের খতিয়ানের রিপোর্ট কার্ড তুলে দিলেন নাগরিকদের হাতে। শুধু তাই নয়, জনগণের বিভিন্ন অভাব অভিযোগের কথাও শুনলেন তিনি। পাশাপাশি নিজের হাতেই এদিন ভোটারদের বাড়িতে পদ্মফুলের স্টিকার লাগিয়ে দেন মুখ্যমন্ত্রী ডক্টর সাহা। নিজের বিধানসভা কেন্দ্র এলাকায় মুখ্যমন্ত্রীর এই প্রচারকে ঘিরে দলের স্থানীয় কর্মীদের মধ্যে লক্ষ্য করা গেল এক প্রকার উৎসবের আমেজ।