রবিবার উদয়পুর জগন্নাথ বাড়ি উন্নয়ন কমিটির উদ্যোগে আশ্রম প্রাঙ্গনে প্রায় 200 জন কর্মহীন দরিদ্র ও অসহায় মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এদিন এই খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত থেকে কর্মহীন মানুষদের মধ্যে নিজ হাতে খাদ্য সামগ্রী বিতরণ করেন কৃষি পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, ভাইস চেয়ারম্যান অনুপম চৌধুরী সহ পুর পরিষদের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর গন এবং জগন্নাথ বাড়ি উন্নয়ন কমিটির কর্মকর্তাগন। এদিকে বর্তমান সময়ে উদয়পুর জগন্নাথ বাড়ি উন্নয়ন কমিটিও কর্মহীন দরিদ্র ও অসহায় মানুষদের সাহায্যার্থে এগিয়ে আসায় জগন্নাথ বাড়ি উন্নয়ন কমিটির এই উদ্যোগকে সাধুবাদ জানান মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়।এদিকে এদিন প্রয়াত পুলিশের ডিএসপি সুরজিৎ ধরের স্মৃতিতে এদিন উদয়পুর জগন্নাথ বাড়ির উদ্দেশ্যে এলাকাবাসীর স্বার্থে একটি শববাহী গাড়ি উৎসর্গ করলেন উনার স্ত্রী রাখি সিংহ। সংক্ষিপ্ত এই অনুষ্ঠানে মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় ছাড়াও উপস্থিত ছিলেন উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, ভাইস চেয়ারম্যান অনুপম চৌধুরী সহ পুর পরিষদের কাউন্সিলর গন, বিজেপি রাধাকিশোরপুর মন্ডল সভাপতি প্রবীর দাস সহ জগন্নাথ বাড়ি উন্নয়ন কমিটির কর্মকর্তাগন। এলাকাবাসীর সুবিধার্থে প্রয়াত পুলিশের ডি এস পি এর স্ত্রীর এই উদ্যোগকে এদিন সাধুবাদ জানান জগন্নাথ বাড়ি উন্নয়ন কমিটির কর্মকর্তাগন, স্থানীয় জনগন সহ মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়।