জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সারা ভারত অসামরিক প্রতিরক্ষা ও গৃহরক্ষী বাহিনী দিবস মঙ্গলবার। গোটা দেশের সাথে এদিন রাজ্যেও ৬০ তম এই দিবসটি নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত। আরক্ষা প্রশাসনের উদ্যোগে রাজ্যে কেন্দ্রীয়ভাবে মূল অনুষ্ঠানটি হয় আগরতলা এ ডি নগর পুলিশ গ্রাউন্ডে। সেখানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্নি নির্বাপক দপ্তরের মন্ত্রী রামপ্রসাদ পাল। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহা নির্দেশক অমিতাভ রঞ্জন, রাজস্ব দপ্তরের প্রধান সচিব পুনিত আগরওয়াল, বিশেষ সচিব অনিন্দ্য কুমার ভট্টাচার্য, হোমগার্ডের কমান্ডেন্ট তিমির দাস সহ রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। অনুষ্ঠানে যৌথ বাহিনীর কুচ কাওয়াজ পরিদর্শন করে জওয়ানদের অভিবাদন গ্রহণ করেন মন্ত্রী শ্রী পাল। পরে বিভিন্ন সময়ে কর্মক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জন করার জন্য অসামরিক প্রতিরক্ষা ও গৃহরক্ষী বাহিনীর বেশ কয়েকজন জওয়ানের হাতে শংসাপত্র ও পুরস্কার স্বরূপ ট্রফি তুলে দেন মন্ত্রী।