Site icon janatar kalam

পৃথক তিপরাল্যান্ডের দাবিতে দিল্লিতে ধরনায় বসবে তিপরা মথা : প্রদ্যুৎ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্য বিধানসভা নির্বাচনের মুখে পৃথক তিপরাল্যান্ডের দাবিতে অনড় প্রদ্যুৎ কিশোর দেববর্মনের তিপরা মথা দল। আগামী 5 ও 6 ডিসেম্বর দিল্লিতে ধর্নায় বসবে জনতাত্ত্বিক এই আঞ্চলিক রাজনৈতিক দলটি। তবে দিল্লি পৌরসভা নির্বাচনের জন্য ঠিক কোথায় ধরনা স্থল হবে সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মন শুক্রবার সাংবাদিক বৈঠক ডেকে স্পষ্ট জানান , দলের সবকটি শাখা সংগঠন পৃথক তিপরাল্যান্ডের দাবিতে অনড়। যার ফলে দল কোন শক্তির কাছে মাথা নোয়াতে রাজি নয়। আসন্ন বিধানসভা নির্বাচনে একাই প্রতিদ্বন্দ্বিতা করবে তিপরা মথা।

Exit mobile version