Site icon janatar kalam

জগৎ প্রকাশ নাড্ডার জন্মদিনে কচিকাঁচাদের মাঝে বিপ্লব

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সুদীর্ঘ কর্ম-জীবনে সেবাপরায়ন ভাবনায় অনন্য ব্যক্তিত্ব রূপে সমাদৃত ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার জন্মদিনে শুক্রবার বড়জলাস্থিত অন্বেষা চাইল্ড কেয়ার ইনস্টিটিউশনের বাচ্চাদের মাঝে কিছুক্ষণ সময় কাটান প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব। শ্রী দেব বলেন ,মানব কল্যানে উৎসর্গিত প্রাণ, পরার্থে আবেগাবৃত মানসিকতার উজ্জ্বলতম প্রতীক,জি পি নাড্ডার জন্মদিনটি, তারই ভাবনা পথে সমাজের নানা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন বিভিন্ন প্রান্ত থেকে এই প্রতিষ্ঠানে লালিত কচিকাঁচাদের মধ্যে অতিবাহিত করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।

Exit mobile version