জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কৃষক, বেকার, ও কর্মচারীদের জন্য নির্বাচনের মুখে কল্পতরু হয়েছে সরকার। ইঞ্জিনিয়ার নিয়োগ করবে ২০০ জন। কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করবে ২০ টাকা ৪০ পয়সা প্রতি কেজি, কর্মচারী ও পেনশনারদের চিকিৎসা খরচ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা জানিয়েছে তথ্যমন্ত্রী সুকান্ত চৌধুরী। রাজ্যে একটি বেসরকারি ইউনিভার্সিটি খোলা সহ কৃষক বেকার ও কর্মচারীদের সুবিধার্থে একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে যে সমস্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে , সেগুলি বিশ্লেষণ করলে এক কোথায় বলা যেতেই পারে কল্পতরু হয়েছে সরকার।শুক্রবার সচিবালয়ে এক সাংবাদিক বৈঠকে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, চলতি বছরের ডিসেম্বর মাস থেকে সরকার কৃষকদের কাছ থেকে ধান কিনবে প্রতি কেজি ২০ টাকা ৪০ পয়সা দরে।যেখানে ২০১৮ সালে প্রতি কেজি ধান ক্রয় করত ১৭ টাকা ২০ পয়সা দরে। মন্ত্রী জানান কেবিনেট বৈঠকে বেকারদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেটা হলো গ্রুপ- এ এবং গ্রুপ- বি মিলিয়ে পূর্ত. দপ্তরে ২০০ ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে। ডিপ্লোমা এবং ডিগ্রী দুটি বিভাগ মিলিয়ে টি পি এস সি র মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। সরকারি কর্মচারীদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা গ্রুপ- এ এবং গ্রুপ-বি কর্মচারীরা এখন থেকে রেফার ছাড়া রাজ্য সরকার অনুমোদিত বহির রাজ্যে যে কোন চিকিৎসা কেন্দ্র থেকে চিকিৎসা করালে তার বিল করতে পারবে। এছাড়া পেনশনার এতদিন পর্যন্ত ১৫ হাজার টাকা পর্যন্ত চিকিৎসা খরচ পেত।মন্ত্রিসভায় সেটা বাড়িয়ে পাঁচ বছরে ৫০ হাজার টাকা করেছে। এদিনের মন্ত্রিসভায় উচ্চ শিক্ষার প্রসারে রাজ্য সরকারের একটি বলিষ্ঠ সিদ্ধান্ত গ্রহণ করেছে। শিক্ষা দপ্তর থেকে রাজ্য সরকারের কাছে টেকনো ইন্ডিয়া গ্রুপ এর একটি ইউনিভার্সিটি করার জন্য প্রস্তাব পাঠানো হয়েছিল। বৃহস্পতিবারের কেবিনেট বৈঠকে রাজ্য মন্ত্রিসভা সেটিরও অনুমোদন করে দেন।রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত গুলির ফলে আখেরে সুবিধা উপলব্ধি করতে পারবে সমাজের সকল অংশের মানুষ। বিশেষ করে উচ্চশিক্ষা গ্রহণে ছাত্রছাত্রীরা আর বহির রাজ্যের উপর নির্ভর করতে হবে না।