Site icon janatar kalam

ভগবানের আচমকা ছাত্রীনিবাস পরিদর্শনে আপ্লুত ছাত্রীরা

ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে রাজ্যের বিভিন্ন প্রান্তে নতুন করে আরো বেশ কয়েকটি আবাসনও তৈরি করার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। এরমধ্যেই আবাসন গুলির হাল হকিকত সরোজমিনে খতিয়ে দেখতে এবার ময়দানে নামলেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী ভগবান দাস। বুধবার এমনটাই দেখা গেল আগরতলা শহরতলী নতুন নগর উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে। এই স্কুল চত্বরেই রয়েছে তপশিলি ছাত্রী নিবাস। এদিন আচমকা মন্ত্রী পরিদর্শন করলেন ছাত্রী নিবাসটি। পরিদর্শনকালে ছাত্রীনিবাসের বিভিন্ন দিক সরোজমিনে খতিয়ে দেখেন তিনি। কথা বলেন ছাত্রীনিবাসের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ থেকে শুরু করে নিবাসে থাকা ছাত্রীদের সাথে। এই ছাত্রী নিবাসের বর্তমান সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখে খুশি মন্ত্রি শ্রী দাস। এদিন ছাত্রীদের সাথে এক টেবিলে বসে খাবারো খেলেন তিনি। আচমকা মন্ত্রীর এই পরিদর্শনে আপ্লুত ছাত্রীরা। পরে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান, দপ্তরের দায়িত্ব নেবার পর থেকেই নিবাস গুলি নতুনভাবে সাজিয়ে তোলার চেষ্টা চলছে। দীর্ঘদিনের সমস্যাগুলি ইতিমধ্যেই সমাপ্ত করা হয়েছে। পড়ুয়ারা যাতে কোন ধরনের সমস্যার সম্মুখীন না হন, তার জন্য সচেষ্ট রয়েছে দপ্তর।

Exit mobile version