Site icon janatar kalam

বর্তমান সরকার ভিশণ ডকুমেন্টের ১০০ শতাংশ কাজ সম্পন্ন করেছে রাজ্য সরকার : বিপ্লব

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বর্তমান সরকার ভিশণ ডকুমেন্টের ১০০ শতাংশ কাজ ইতিমধ্যেই সম্পন্ন করেছে। উন্নয়নের প্রশ্নে দীর্ঘ উপেক্ষিত জনজাতিদের অত্যাধুনিক পরিষেবা সহ সমস্ত অধিকার সুনিশ্চিত হচ্ছে। রাজনৈতিক স্বার্থে মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়ে আসা রাজ্যে বসবাসরত রিয়াং উদ্বাস্তুরা প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রীর আন্তরিকতায়, এক সমৃদ্ধতর নিশ্চিত ভিবিষ্যতের সন্ধান পেয়েছেন l সংকীর্ণ স্বার্থে রাজনৈতিক রং ভেদে মানুষকে প্রাপ্য অধিকার থেকে দীর্ঘ বঞ্চিত করে রাখা হয়েছে l ভারতীয় জনতা পার্টি শান্তির বাজার মন্ডলের উদ্যোগে আয়োজিত প্রকাশ্য জনসমাবেশে বক্তব্য রাখতে গিয়ে কথা গুলি বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব। শ্রী দেব উন্নততর ভবিষ্যতের স্বার্থে ভারতীয় জনতা পার্টিই জনতার আস্থার কেন্দ্র স্থল l রাজনৈতিক স্বার্থ সিদ্ধির লক্ষ্যে বিভ্রান্তি সৃষ্টিকারীদের মানুষ গণতান্ত্রিক পথে সমীচীন জবাব দেবেন l

Exit mobile version