Site icon janatar kalam

১০৩২৩ শিক্ষকদের নির্বাচনের আগেই যেন এই সমস্যার সমাধানের উদ্যোগ গ্রহণ করে সরকার : সুদীপ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলায় চলছে চাকুরীচুত্য শিক্ষক শিক্ষিকাদের একাংশের আমরণ আন্দোলন কর্মসূচি। আন্দোলনকারীরা এর মধ্যেই সরকারকে নির্দিষ্ট সময়সীমা বেধে দিয়ে বৃহত্তর আন্দোলনের বার্তা দিয়েছেন। এই বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন বিধায়ক সুদীপ রায় বর্মন। মঙ্গলবার আগরতলায় প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ১০৩২৩ প্রসঙ্গে এর প্রশ্নের জবাবে শ্রী রায় বর্মন বলেন, বিষয়টি নিয়ে বিধানসভা থেকে শুরু করে একাধিকবার সাংবাদিক সম্মেলনে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এরপরেও কোন তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না। তাই তিনি দাবি করেন নির্বাচনের আগেই যেন প্রশাসন তাদের এই সমস্যার সমাধানের উদ্যোগ গ্রহণ করে।

Exit mobile version