জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বামুটিয়া বিধানসভার বিভিন্ন বুথে চলছে ঘর ঘর বিজেপি অভিযান।এরই অঙ্গ হিসেবে আজ ৮ নং বুথ কমিটির উদ্যোগে যুব মোর্চার মন্ডল সভাপতি আদিত্য সুন্দর ভট্টাচার্য্য, বুথ সভা নেত্রী মাধবী দাস, মন্ডল সম্পাদিকা জয়ন্তী দেব শর্মা,পঞ্চায়েত সদস্য বেবী দত্ত, জয় কুমার তাঁতি সহ অন্যান্য কার্যকর্তারা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে মিলিত হন এবং বিজেপির বিভিন্ন উন্নয়নমূলক কাজের বর্ণনা দেন এবং আগামী ২০২৩ বিধানসভা নির্বাচনে পুনরায় বিজেপি সরকারকে প্রতিষ্ঠিত করার জন্য আহ্বান জানান।