Site icon janatar kalam

এলাকার সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিলেন মন্ত্রি সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১০-মজলিশপুর নিজ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জিরানীয়ার দাসপাড়া এলাকার বয়োজ্যেষ্ঠ নারী পুরুষ এবং যুবক যুবতীদের সাথে বসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী’র মন কী বাত অনুষ্ঠান শুনেছে তথ্য সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী। শ্রী চৌধুরী বলেন,প্রধানমন্ত্রী মনকি বাতে দেশবাসীর অন্তর্নিহিত ধারণাকে ইতিবাচক চিন্তাধারায় উদ্ভাসিত করেছে। দেশের জনগণ মনকিবাত-এর মাধ্যমে পরস্পরের অভিজ্ঞতার বিনিময় করছেন তার সঙ্গে স্ব- ইচ্ছায় গঠনমূলক ও ইতিবাচক কিছু করার ভাবনা বাড়িয়ে দিচ্ছে। এটা এমনই একটা সুষ্ঠ পরিবর্তন যাতে মানুষ সমাজসেবার জন্য অনেক বেশি এগিয়ে আসছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা ধরনের পরামর্শে মনকি বাত অনুষ্ঠানটি প্রতিটি পর্বে ঋদ্ধ হচ্ছে, যার ফলে আমাদের সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হচ্ছে। মন্ত্রী সুশান্ত চৌধুরী আরও বলেন , রবিবার মনকি_বাত এর মাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য আমাদের মতো জনপ্রতিনিধিদের চলার পথে জনকল্যাণমূলক কাজ করতে উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে। দেশের সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি যে প্রেরণাদায়ক ও ইতিবাচক কিছু বার্তা দিয়েছেন তা জনপ্রতিনিধিদের কর্মক্ষেত্রে কাজ করার জন্য মার্গ দর্শনের কাজ করবে। পাশাপাশি এদিন “মন কি বাত” শুনার অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় জনগণের সাথে কথা বলে তাঁদের নানা সমস্যা সম্পর্কে অবগত হই এবং এলাকার জনপ্রতিনিধি হিসেবে সেগুলোর অতিদ্রুত সমাধানের আশ্বাস প্রদান করি॥

Exit mobile version