Site icon janatar kalam

অন্য আর পাঁচটা দলের মত নয় বিজেপি মনে রাখতে হবে : মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগামী ভোট প্রচারের দলীয় রণকৌশল নিয়ে রবিবার আনুষ্ঠানিক ভাবে ময়দানে ঝাঁপিয়ে পড়ল শাসকদল বিজেপি। হর ঘর বিজেপি কর্মসুচী নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রতিটি ঘরে দলীয় বার্তা পৌঁছে যাওয়ার দিশা নিয়েই রবিবার থেকে শুরু হল এই কর্মসূচী। রাজধানীর বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের এই হরঘর বিজেপি কর্মসূচীর সূচনা লগ্নে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। যদিও এই কেন্দ্র থেকেই তিনি মুখ্যমন্ত্রীর কূর্শিতে বসেছিলেন।তাই নিজের বিধানসভা কেন্দ্রের এই দলীয় কর্মসূচীতে সম্পুর্ন ভাবেই একটা আলাদা মাত্রা থাকবে তা তো বলাই বাহুল্য। এই কর্মসূচীতে মুখ্যমন্ত্রীর সঙ্গে সঙ্গত করতে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারকেও। এছাড়াও এদিনের এই কর্মসূচীতে দলীয় ভাবে মণ্ডল স্তর থেকে বিভিন্ন স্তরের নেতৃত্বদেরও উপস্থিত থাকতে দেখা যায়।রাজধানীর নেতাজী সুভাষ বিদ্যানিকেতনের সামনে থেকে এদিনের এই কর্মসূচীর সূচনা করার পর একটি বিশাল সুসজ্জিত শোভাযাত্রা রাজধানী শহরের নানা পথ পরিক্রমা করে।কর্মসুচী নিয়ে সমবেত দলীয় কর্মীদের ভোট লড়াইয়ের মার্গ দর্শন দিতে গিয়ে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা বলেন, রাজ্য সরকারের সমস্ত উন্নয়নমূলক কাজের খতিয়ান নিয়ে মানুষের ঘরে ঘরে যাওয়া হবে।বিরোধীরা যতই ব্যাঙ্গ বিদ্রুপ করুক না কেন বিজেপি কর্মীরা যেন তাদের এই উস্কানীমূলক প্ররোচনার ফাঁদে পা না দেন সেই বিষয়ে সতর্ক থাকতে হবে। মনে রাখতে হবে বিজেপি একটি অত্যন্ত সুশৃঙ্খল রাজনৈতিক দল। অন্য আর পাঁচটা দলের মত নয় এই দল।

Exit mobile version