জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রবিবার ছিল প্রধানমন্ত্রীর মন কি বাত। বিগত দিনের মতো এদিনও দলীয় কর্মীদের সাথে নিয়ে প্রধানমন্ত্রীর মন কি বাত শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আগরতলা নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের মাঠে বিজেপি বড়দোয়ালী মন্ডল এর উদ্যোগে আয়োজন করা হয় মন কি বাত অনুষ্ঠানের। আর সেখানেই প্রধানমন্ত্রীর বক্তব্য শুনলেন মুখ্যমন্ত্রী। ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, মেয়র ইন কাউন্সিল রত্না দত্ত, মন্ডল সভাপতিসহ দলের স্থানীয় নেতা কর্মীরা। প্রধানমন্ত্রীর মন কি বাত শোনার পর এদিন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, এদিনের এই মন কি বাতে প্রধানমন্ত্রী বেশ কিছু অজানা তথ্য তুলে ধরেন। এরমধ্যে যেমন ছিল জি-টোয়েন্টি, রকেটসহ আরো অনেক কিছু। প্রধানমন্ত্রীর মন কি বাত, আসলে দেশের বাত। দেশের মনের কথা বলেন তিনি।