জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শ্রীল প্রভুপাদের সার্ধশততম জন্মবার্ষিকী মহোৎসব উপলক্ষে বিশ্ব বৈষ্ণব সম্মেলন অনুষ্ঠিত হবে রাজধানীর রবীন্দ্রভবনে। ২৯ নভেম্বর থেকে পয়লা ডিসেম্বর পর্যন্ত এই সম্মেলন অনুষ্ঠিত হবে।শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ শ্রী জগন্নাথ মন্দির এবং গৌড়ীয় মিশন বাগবাজারের উদ্যোগে আয়োজিত সম্মেলনে উপস্থিত থাকার কথা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা , উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন সহ মন্ত্রিসভার অন্যান্য মন্ত্রীরা। শনিবার এক সাংবাদিক বৈঠক করে এই তথ্য তুলে ধরেন মঠ মিশনের সন্ন্যাসীরা।