জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উদযাপন কমিটির উদ্যোগে আগামী ৭ ডিসেম্বর সম্মাননা জানানো হবে স্বাধীনতা সংগ্রামীদের। শনিবার আগরতলা প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এই তথ্য তুলে ধরেন কমিটির আহ্বায়ক স্বপন বণিক। শ্রী বণিক তীব্র ক্ষোভ ব্যক্ত করে বলেন , রাজ্য সরকার স্বাধীনতার ৭৫ বর্ষপূর্তিতে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। দুর্ভাগ্য রাজ্যের কোন স্বাধীনতা সংগ্রামীকে সম্মাননা জানানোর প্রয়োজন মনে করেনি সরকার। তাই স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উদযাপন কমিটি অভিনব এই উদ্যোগ গ্রহণ করেছে। অনুষ্ঠানে শাসক দল ছাড়া রাজ্যের প্রায় সবকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা রয়েছে।