জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। আর এই দুর্ঘটনার কবলে পড়ে হতাহতের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। দুর্ঘটনাকে কিভাবে প্রতিরোধ করা যায় তার জন্য কাজও করে চলেছেন রাজ্য সরকার। আগরতলা থেকে দক্ষিণ জেলা গামী জাতীয় সড়কে হাইওয়ে পেট্রোলিং গাড়ি চালু হবার পর এবার একই পদ্ধতি চালু হলো রাজ্যের চার জেলায়। খোয়াই, ঊনকোটি, ধলাই ও উত্তর ত্রিপুরা জেলার হাইওয়েতে দুর্ঘটনা প্রতিরোধ করার জন্য শুক্রবার চালু করা হলো হাইওয়ে পেট্রোলিং গাড়ি। এদিন আগরতলা থেকে চুরাইবাড়ি পর্যন্ত আইও পেট্রোলিঙ গাড়ির আনুষ্ঠানিক সূচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহা নির্দেশক অমিতাভ রঞ্জনসহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। সবুজ পতাকা নেড়ে পেট্রোলিং গাড়ির সূচনা করে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর সাহা বলেন, রাজ্য সরকার মানুষের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে। রাজ্যের পুলিশ টিম অত্যন্ত সক্রিয়। আইন শৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে দুর্ঘটনা সব ক্ষেত্রেই গ্রাফ অনেকটা এখন নিম্নমুখী। দুর্ঘটনা যাতে প্রতিরোধ করা যায় তার জন্যই এই হাইওয়ে পেট্রোলিং এর ব্যবস্থা। তিনি আরো বলেন রাজ্যে যানবাহন বেড়েছে প্রায় ৩০ শতাংশ। এই জায়গায় দুর্ঘটনা এখন কমেছে ৬ শতাংশ। এ থেকে স্পষ্ট যে দুর্ঘটনা অনেকটা নিয়ন্ত্রণে আনার সম্ভব হয়েছে।