জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানী আগরতলা বনেদী স্কুল নেতাজী সুভাষ বিদ্যানিকেতন এবছর পা রাখল ৭৫ তম স্থাপনা বর্ষ। এই বর্ষকে বিভিন্ন কর্মসূচীতে মোড়ে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে স্কুলের পক্ষ থেকে। শুক্রবার ছিল স্কুলের পড়ুয়াদের বার্ষিক পুরস্কার বিতরনী অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। ছিলেন বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য সহ স্কুলের প্রাক্তন ও বর্তমান গুণীজনরা। এদিন অনুষ্ঠানের প্রধান অতিথির ভাষনে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, শিক্ষা হোক দেশ ও সমাজ গঠনের একমাত্র লক্ষ্য। জ্ঞান আহরনের পাশাপাশি পড়ুয়াদের দেশ ও সমাজ গঠনেও সাবলীল ভুমিকা নিতে হবে।