জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বক্সনগরের কলমচৌড়ায় বিদ্যা ভারতী ত্রিপুরেশ্বরী বিদ্যামন্দিরে আচমকাই পরিদর্শনে যায় কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক | শ্রীমতি ভৌমিক সেখানে কর্মরত শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে বিদ্যালয়টির পরিকাঠামোগত উন্নয়ন নিয়ে পর্যালোচনা করেছেন। এদিন শ্রীমতি ভৌমিক বলেন, স্কুলটিকে বৃহত্তর পরিসরে চালু করা গেলে এখানকার ছাত্র-ছাত্রীরা ভালো শিক্ষা গ্রহণ করতে পারবে এবং এখানকার স্থানীয় জনগণদের অনেক সুবিধা হবে। পাশাপাশি সেখানে ছাত্রছাত্রীদের মধ্যে চকলেট বিতরণ করেছে কেন্দ্রীয় মন্ত্রী।বিদ্যালয়ের ছোট ছাত্র-ছাত্রীদের সঙ্গে কিছুটা সময় কাটাতে পেরে প্রতিমা ভৌমিক একপ্রকার আবেগে আপ্লুত হয়ে পড়েছে |