জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আমাবসা রেলস্টেশন থেকে উদ্ধার এক শিশু । ঘটনা বিবরণে জানা যায় গত মঙ্গলবার আমবাসা রেল স্টেশনে রেল পুলিশ একটি শিশুটিকে দেখতে পায়। বৃহস্পতিবার রেল পুলিশ ধলাই জেলার শিশু কল্যাণ সমিতির কাছে তুলে দেয় শিশুটিকে । এদিন ধলাই জেলা শিশু কল্যাণ কমিটির পক্ষ থেকে ঊনকোটি শিশু কল্যাণ কমিটির কাছে শিশুটিকে তুলে দিয়েছে। এক সাক্ষাৎকারে ধলাই জেলার শিশু কল্যাণ কমিটির চেয়ারম্যান প্রাণন্তোষ দত্ত জানান শিশুটির বাড়ি পেচারথল।