জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আবারো অগ্নিকাণ্ডের ঘটনা রাজধানী আগরতলা শহরের বুকে। বৃহস্পতিবার হারাধর সংঘ এলাকার একটি মুদির দোকানের গোডাউন কালো ধোয়া বের হতে দেখেন প্রত্যক্ষদর্শীরা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল বাহিনীর কর্মীদের। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আসায় বড়সড়ো ক্ষতির হাত থেকে এদিন রক্ষা পেল হারাধন সংঘ এলাকার নাগরিকরা। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে অনেকটা অনেকটা নাজেহাল হতে হয় দমকল বাহিনীর কর্মীদের। দোকানের পেছনে সিঁড়ি দিয়ে ওঠা রাস্তায় বিভিন্ন সামগ্রী মজুত থাকায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের কাজ করতে গিয়ে অসুবিধার সম্মুখীন হতে হয়। এর পরেও দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে তারা। জানা গেছে আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে।