জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রতিশ্রুতি মোতাবেক রেগা ও টুয়েপে শ্রমদিবস ও মজুরি বৃদ্ধি, তপশিলি জাতি ছাত্র-ছাত্রীদের জন্য তৈরি ছাত্রাবাসগুলি সংস্কার করে বাসযোগ্য করে তোলা, বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করাসহ মোট ১৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে এবার গোটা রাজ্যজুড়ে আন্দোলন সংঘটিত করে চলেছে বামপন্থী সংগঠন ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি। রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে সংগঠনের উদ্যোগে দাবি গুলি নিয়ে নানা আন্দোলন কর্মসূচি। বৃহস্পতিবার আগরতলা শহরতলী প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের বনকুমারি এলাকায় সমিতির ডুকলী মহকুমা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় গণ মিছিল। এদিনের মিছিলের নেতৃত্ব দেন সমিতির রাজ্য সভাপতি বিধায়ক রতন ভৌমিক, আগরতলা পুর নিগমের প্রাক্তন ডেপুটি মেয়র সমর চক্রবর্তী, প্রাক্তন কাউন্সিলর বিপদ বন্ধু ঋষি দাস সহ আরো অনেকে। মিছিলটি বনকুমারি সিপিআইএম পার্টি অফিস প্রাঙ্গন থেকে বের হয়ে এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। বামফ্রন্ট সরকার ক্ষমতাচুত্য হবার পর বনকুমারি এলাকায় সমিতির উদ্যোগে এই প্রথম কোন রাজনৈতিক আন্দোলন কর্মসূচি। ফলে স্বাভাবিকভাবেই এদিনের এই গণ মিছিলকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা দেখা দেয়।