অবৈধভাবে ফুটপাত দখল কারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযানে নেমে এবার ব্যবসায়ীদের রোষানলে পড়লেন আগরতলা পৌর নিগম কর্তৃপক্ষ। মঙ্গলবার বটতলা থেকে দশমি ঘাট যাওয়ার রাস্তার দুপাশে বেশ কিছু দোকান বুলডোজার চালিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। একই সাথে এদিন ভাঙ্গা হয় বেশ কয়েকটি নেশা কারবারীর দোকান। অভিযোগ কোন ধরনের আগাম নোটিশ না দিয়েই অনৈতিকভাবে সেদিন বুলডোজার চালিয়ে ভাঙ্গা হয় দোকানগুলি। যা মেনে নিতে পারছেন না বাজারের ব্যবসায়ীরা। পৌর নিগমের এধরনের কাজের প্রতিবাদ জানিয়ে বুধবার সকাল থেকে শুরু হল বটতলা বাজারে চব্বিশ ঘন্টার বনধ। প্রতিবাদস্বরূপ এই বনধে সামিল হলেন বাজারের সব অংশের ব্যবসায়ীরা। শুধু তাই নয় ব্যবসায়ীদের দোকানের উপর পুর নিগম কর্তৃক অনৈতিক ভাঙচুরের প্রতিবাদে ব্যবসায়ীরা আগরতলা শহরে প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংঘটিত করল। মিছিলটি বটতলা থেকে বের হয়ে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। প্রতিবাদ মিছিলে ও ব্যবসায়ীদের উপস্থিতি ছিল বেশ চোখে পড়ার মতো।