জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলা পুর নিগমের ৪৯ নম্বর ওয়ার্ডের সাধারন মানুষ বুধবার মিশলেন সুশাসন মেলায়। বহু চর্চিত এই মেলার সুফল ঘরে তুলতে সকাল থেকেই ভীড় জমান স্থানীয় মানুষ। রাজ্য সরকারের ঘোষিত সুশাসন কর্মসূচী প্রায় শেষ লগ্নে। সেই শেষ লগ্নের সুযোগ হাতের নাগালে পেয়ে যারপরনাই খুশী সাধারন অংশের মানুষ। একই ছাদের নীচে সেরে নিতে পারছেন সমস্ত সরকারী প্রয়োজনীয় নথী সংগ্রহের কাজটুকু। সংশ্লিষ্ট ওয়ার্ড অফিসের সামনে দেখা গেল সাধারন মানুষের ভীড় গম গম করতে। সেই ভীড়ের মাঝে মানুষের সঙ্গে আলাপচারিতায় মেতে উঠতে দেখা গেল সংশ্লিষ্ট ওয়ার্ডের কর্পোরেটর হরিসাধন দেবনাথ, বাপি দাসদের সঙ্গে মেয়রকেও। খোজখবর নিলেন মানুষের কাছে। মেয়র দীপক মজুমদার বলেন, সুশাসন মেলার সুযোগ ঘরে তুলছেন সাধারন মানুষ। সরকারী পরিষেবাকে সাধারন মানুষের ঘরে পৌছে দেওয়াই হল রাজ্য সরকারের মূল উদ্দ্যেশ্য।