জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিত সিনহার নেতৃত্বেই 2023 বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন প্রদেশ কংগ্রেস কমিটি। কংগ্রেসের জয় নিশ্চিত জেনেই কুচক্রীরা বাজারে অপপ্রচার করছে কংগ্রেস সভাপতি পরিবর্তনের। স্পষ্ট জানালেন প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক পার্থ রঞ্জন সরকার। 2023 বিধানসভা নির্বাচনের আগে কোনওমতেই সভাপতি পরিবর্তন হচ্ছে না প্রদেশ কংগ্রেসের। বর্তমান সভাপতি বিরজিত সিনহার নেতৃত্বেই কংগ্রেস বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। গত তিনদিন প্রদেশ কংগ্রেস সভাপতি বিরাজিত সিনহা , কংগ্রেস নেতা বিধায়ক সুদীপ রায় বর্মন , আসিস সাহা ,প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি গোপাল চন্দ্র রায় ও প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক পার্থ রঞ্জন সরকারের নেতৃত্বে সারা রাজ্য জুড়ে ভারত জোড়ো আন্দোলন কর্মসূচি চলছে। চুড়াইবাড়ি থেকে সাব্রুম ,বিলোনিয়া থেকে সোনামুড়া সর্বত্রই চলছে প্রদেশ কংগ্রেসের ভারত জোড়ো পদযাত্রা।বাধারঘাট বিধানসভা কেন্দ্রে ব্লক কংগ্রেস সভাপতি দিলীপ কুমার দেব এর নেতৃত্বে করা হয় পদযাত্রা। তার আগে দলীয় কর্মীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছিল এক সাংগঠনিক সভা। সোমবার প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক পার্থ রঞ্জন সরকার স্পষ্ট জানিয়েছেন, বিরজিত সিনহার নেতৃত্বেই 2023 বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন প্রদেশ কংগ্রেস। প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক পার্থ রঞ্জন সরকার আরও জানান, বিজেপি আশ্রিত কিছু দুষ্কৃতিকারী কংগ্রেসের জয় নিশ্চিত জেনে মানুষকে বিভ্রান্ত করার জন্য কিছু মাধ্যমের আশ্রয় নিয়ে এধরনের অপপ্রচারে লিপ্ত হয়েছে। কংগ্রেস কর্মী সমর্থকদের প্রতি আহ্বান রেখে শ্রী সরকার এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানান দলীয় কর্মী সমর্থকদের প্রতি। এদিন শ্রী সরকার আরও , বলেন গত তিনদিন ধরে ভারত জোড়ো আন্দোলনের চেয়ারম্যান তথা আমাদের প্রিয় নেতৃত্ব সুদীপ রায় বর্মণ ও আসিস সাহা, বিরাজিত সিনহা এবং গোপাল রায়ের নেতৃত্বে ভারত জোড়োর নামে যে উৎসব চলছে তার অপপ্রচার চলছে গোটা রাজ্যে। উল্লেখ্য 2023 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস দল অনেকটাই সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে তৎপর হয়ে পড়েছে। বিশেষ করে কংগ্রেসের দখলে থাকা আগরতলা শহরের বিধানসভা গুলি পুনরায় কংগ্রেস দল ফিরে পেতে মরিয়া হয়ে পড়েছে।বাধারঘাট বিধানসভা কেন্দ্রে ইতিমধ্যেই বিজেপির ঘর ভাঙতে শুরু করেছে কংগ্রেস দল।