Site icon janatar kalam

রাজ্যের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের সুযোগ করে দিল শ্যামলী এন আর ট্রাভেলস

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা ও বাংলাদেশের ভাষা কৃষ্টি সংস্কৃতি এক। তাই ঐতিহ্যবাহী এই সম্পর্ককে আরো সুদৃঢ় করার লক্ষ্যমাত্রাকে সামনে রেখে বিশেষ প্যাকেজে রাজ্যের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের সুযোগ করে দিল শ্যামলী এন আর ট্রাভেলস। বিশেষ এই ভ্রমণ প্যাকেজে ১৪ হাজার টাকার বিনিময়ে ছয় দিনের বাংলাদেশ ঘুরে দেখার সুযোগ রয়েছে। যার আনুষ্ঠানিক সূচনা হলো সোমবার। ত্রিপুরা সড়ক পরিবহন উন্নয়ন নিগম এবং বাংলাদেশ সহকারী হাইকমিশনের যৌথ সহযোগিতায় এদিন সকালে ৩৮ জন যাত্রী নিয়ে প্রথমবারের মতো বাংলাদেশের রওনা দিল শ্যামলীর বাস। যাত্রীদের উৎসাহিত করতে এদিন টিআরটিসি কমপ্লেক্সে উপস্থিত ছিলেন টি আর টি সির চেয়ারম্যান অভিজিৎ দেব ও বাংলাদেশ সরকারি হাইকমিশনার আরিফ মহম্মদ। ভ্রমণকারী যাত্রীদের হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে এদের যাত্রার শুভ সাফল্য কামনা করলেন অতিথিরা। এই ভ্রমণ প্রসঙ্গে বাংলাদেশ সহকারী হাইকমিশনার বলেন কাঁটাতারের বেড়াটা জমিতে আছে। হৃদয়ে নেই। দুই বাংলার মানুষ এক। আজীবন এক ছিল, এখনো আছে। কাঁটাতারের বেড়া হৃদয়কে দ্বিখন্ডিত করতে পারেনি। তাই এই সফল চেতনার প্রতীক হয়ে দাঁড়ায়।

Exit mobile version