করোনা বিরাজ রোধে দেশব্যাপী চলছে লক ডাউন। লক ডাউনের ফলেও গোটা দেশে করোনা সংক্রমণের সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলছে পিছিয়ে নেই আমাদের রাজ্য ত্রিপুরাও। তারই পরিপ্রেক্ষিতে আমাদের রাজ্য সরকার করোনা মোকাবিলায় কি কি পদক্ষেপ নিয়েছে তা খতিয়ে দেখতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের একটি টীম গতকাল আমাদের রাজ্য ত্রিপুরা আসেন ও খোয়াই জেলার বিভিন্ন জায়গা পরিদর্শন করেন এবং আজ রাজধানী আগরতলা এসে মহাকরণে এডিশনাল চিফ সেক্রেটারির সাথে কথা বলেন ও এজিএমসির সুপারিন্টেন্ডেন্টের সাথে সাক্ষাৎ করেন করোনা মুকাবিলায় রাজ্যের চিকিৎসা দপ্তরের নানান পদক্ষেপ বিষয়ে জানার জন্য। সাক্ষাৎ শেষে স্বরাষ্ট্র মন্ত্রকের টিমটি আগরতলা জিবি হাসপাতালসহ শহরের বিভিন্ন জায়গা ঘুরে দেখেন। এবং এখন অব্দি যা দেখেছেন তাতে সম্পূর্ণ সন্তুষ্ট প্রকাশ করলেন টিমটি।