Site icon janatar kalam

বানিবিদ্যা স্কুলে বাগদেবীর আরাধনায় সাংসদ প্রতিমা ভৌমিক

বাগদেবীর আরাধনায় মাতোয়ারা ভূলোক। চারদিকে আনন্দ উদ্দিপনা পড়ুয়াদের। বাণিবিদ্যা স্কুলে বাগদেবীর আরাধনায় সামিল হয়েছেন সাংসদ প্রতিমা ভৌমিক। টি আর টিসির
চেয়ারম্যান দীপক মজুমদার, তাপস ঘোষ প্রমুখ।সাংসদ প্রতিমা ভৌমিক মায়ের চরণে অঞ্জলি নিবেদন করেছেন। স্কুলে মহাপ্রসাদ গ্রহণ করেন। দেবীর অশেষে সকল পড়ুয়াদের মনে ভালো দিকের বিকাশ হবে আশাবাদী সাংসদ।

Exit mobile version