জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বিরোধীদের সমালোচনার মুখ্যম জবাব দিলেন মুখ্যমন্ত্রী। বললেন , শুধু ঘৃণ্য রাজনীতির জন্য অপপ্রচার চালাচ্ছে বিরোধীরা। রাজ্যে সব ধরনের অপরাধ কমে এসেছে। রাজ্যের আইন শৃঙ্খলা জড়িত পরিস্থিতি জানার জন্য এবং পুলিশ প্রশাসনের পরিকাঠামোগত কিকি ঘাটতি রয়েছে সে বিষয়ে পর্যালোচনা করার জন্য রাজ্যের সব কয়টি থানা, মহিলা থানা, ফাঁড়ি থানা, ট্রাফিক পুলিশ ও বিভিন্ন ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত অফিসার , পুলিশ ও ট্রাফিক পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। রাজধানীর প্রজ্ঞা ভবনে আয়োজিত বৈঠকে মুখ্যমন্ত্রী সমস্ত থানার ওসিদের সঙ্গে কথাবার্তা বলেন। নির্বাচনের প্রাকমুহুর্তে রাজ্যের 83 থানা ,মহিলা থানা 32 টি আউট পোস্ট ও ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে যথেষ্ট ইঙ্গিতবহ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। মুখ্যমন্ত্রী এদিন রাজ্যের আইন শৃঙ্খলা জনিত পরিস্থিতির বর্ণনা করতে গিয়ে পরিসংখ্যান তুলে ধরে বলেন , 2018 সালের তুলনায় বর্তমানে রাজ্যে মার্ডারের ঘটনা কমে এসেছে 15 শতাংশ , পনের জন্য নির্যাতন ও মৃত্যু কমে এসেছে 10 শতাংশে , রেপ কেসের মত ঘটনা কমেছে 10 শতাংশ , ক্রাইম কমে এসেছে 30শতাংশ, রেকর্ড পরিমাণ কমেছে ইভটিজিংয়ের ঘটনা প্রায় 60শতাংশে নেমে এসেছে ইভটিজিং। মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা এই দিনের বৈঠকে রাজ্য পুলিশ ও টি এস আর এর ভূয়শী প্রশংসা করেন।বলেন রাজ্যের টিএসআর জওয়ানরা বিভিন্ন রাজ্যে গিয়ে ত্রিপুরার মুখ উজ্জ্বল করেছে। বর্তমানে দিল্লি, গুজরাট ও ছত্রিশগড়ে ত্রিপুরা টিএসআর জওয়ানরা সুনামের সঙ্গে কাজ করছে। রাজ্য পুলিশ ও বর্তমান রাজ্যের আইন শৃঙ্খলা নিজেদের করায়ত্তে রাখতে পেরেছে। মুখ্যমন্ত্রী এদিন রাজ্য পুলিশের ডিজি আইজিদের স্পষ্ট নির্দেশ দিয়ে বলেন কোনও অবস্থাতেই যাতে রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি ঘটে। সেদিকে সদা সতর্ক থাকার জন্য প্রত্যেকটি থানা অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে। দুর্নীতি দমনে কোন দলের হয়ে কাজ করতে হবে না। পুলিশ যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে তারও স্পষ্ট নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।