জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নির্বাচনের প্রাক মুহূর্তে কোন অংশেই ঘাটতি রাখতে চাইছে না পুরনিগমের 18 নং ওয়ার্ডের কর্পোরেটর অভিষেক দত্ত। সাংগঠনিক 2023 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সর্বস্তরে ঘর গোছাতে শুরু করে দিয়েছে বিজেপি দল। প্রতিটি মন্ডল বুথ ও আগরতলা পুর নিগমের প্রতিটি ওয়ার্ডে চলছে সাংগঠনিক পর্যালোচনা বৈঠক ও উন্নয়ন কাজের খতিয়ান নিয়ে বিচার বিশ্লেষণ। রবিবার ছুটির দিনে সাংগঠনিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় আগরতলা পুর নিগমের 18 নং ওয়ার্ডে। এই ওয়ার্ডের পাঁচটি বুথের বিজেপি কার্যকর্তাদের নিয়ে পর্যালোচনা বৈঠক করেছেন কর্পোরেটর অভিষেক দত্ত। এযাবৎকাল ধরে 18 নং ওয়ার্ডে উন্নয়নমূলক কি কি কাজ সঠিকভাবে বাস্তবায়ন হয়েছে , এবং এখনও কি কি কাজ বাকি রয়েছে সেগুলির পর্যালোচনা করেছেন। পাশাপাশি সরকারি বিভিন্ন প্রকল্পে কোন কোন বেনিফিসারী কি কি সুবিধা পেয়েছে এবং কারা কারা এই সুবিধা থেকে বঞ্চিত রয়েছে সেগুলো খতিয়ে দেখেছে শ্রী দত্ত। বলেন যারা এখনও সরকারি সুযোগ-সুবিধা থেকে কোন সুবিধা পায়নি, তাদেরকে আগে চিহ্নিত করে সরকারি বিভিন্ন প্রকল্পের আওতায় নিয়ে আসতে হবে। পাশাপাশি এলাকার রাস্তাঘাট , পানীয় জল বিদ্যুৎ শৌচালয় এবংড্রেন মশার উপদ্রব সবকিছু খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন দলীয় কার্যকর্তাদের।এদিনের বৈঠকে18 নং ওয়ার্ডের পাঁচটি বুথের প্রেসিডেন্ট ও অন্যান্য কার্য কর্তারা উপস্থিত থেকে সম্মিলিতভাবে উন্নয়নকাজের পর্যালোচনা করেছেন। এবং জনস্বার্থে আরও কি কি উন্নয়ন কাজ করতে হবে সেগুলো নিয়েও সিদ্ধান্ত গৃহীত করেছেন বলে জানা যায়।