Site icon janatar kalam

খেলতে গিয়ে অজান্তে গলায় ফাঁস লেগে মৃত্যু ১০বছরের এক শিশুর

নিজ ঘরে খেলতে খেলতে নিজের অজান্তেই গলায় ফাঁস লেগে মৃত্যু হল ১০ বছর বয়সি এক নাবালক শিশু পুত্রের । ঘটনা তেলিয়ামুড়া থানাধীন মহারানীপুর এলাকায় । ঘটনার বিবরণে জানা যায়, অন্যান্য দিনের মতোই নিজ ঘরে আপন-মনে খেলাধুলা করছিল ১০ বছর বয়সি শিশু পুত্রটি । তখন ঘরে ছিল মা, ছিলেন নিজ কাজে ব্যস্ত । আর পিতা গিয়েছিল খোয়াই নদীতে মাছ ধরার জন্য। মা’র চোখের অলক্ষ্যেই ঘটে যায় এমন বিপত্তি। তখন এই ঘটনা প্রত্যক্ষ করে শিশু পুত্রের মা। মায়ের বুক ফাটা আর্তনাদে ছুটে আসে পার্শ্ববর্তী বাড়ির লোকজন । তখন তারা এসে এই ঘটনা প্রত্যক্ষ করে ঐ শিশুটিকে তড়িঘড়ি নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। হাসপাতালে নিয়ে এলেও আর শেষ রক্ষা হলো না, কর্তব্যরত চিকিৎসক ঐ নাবালক শিশুটিকে মৃত বলে ঘোষণা করে । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তেলিয়ামুড়া থানার পুলিশ । পুলিশ এসে একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। এই ঘটনা ঘিরে গোটা মহারানীপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Exit mobile version