Site icon janatar kalam

“অব্যাহত রয়েছে গরিবদের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচি, উপকৃত হচ্ছেন অনেকেই “

লক ডাউনের মাঝে প্রতিনিয়তই চলছে গরিবদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি। তারই পরিপ্রেক্ষিতে আজ রাজধানী আগরতলার ১১নং ওয়ার্ড অন্তর্গত অভয়নগর বাজার এলাকায় বিধায়ক সুদীপ রায় বর্মনের উপস্থিত এলাকার গরিবদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। রাজ্যের এই বিপর্যয়ের মুহূর্তে গরিবদের মধ্যে ত্রাণ বিতরণে রাজ্য সরকারের বিধায়কদের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তা দিয়ে উপকৃত হচ্ছেন অনেক গরিব অংশের মানুষ তা বলাই বাহুল্য। এদিনের কর্মসূচিকে ঘিরে এলাকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়েছে।

Exit mobile version