Site icon janatar kalam

শিশুরা বিকশিত হবে নতুন শিক্ষা ব্যবস্থায় : শিক্ষামন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্য শিক্ষা দপ্তর শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আনছে অভিনবত্ব। দেশের নয়া শিক্ষা নীতিকে অনুসরন করেই শুরু হয়েছে শিক্ষাব্যবস্থার আমুল পরিবর্তন। শুক্রবার আগরতলার রবীন্দ্র ভবনের প্রেক্ষাগৃহে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এবার চালু হল রাজ্য শিক্ষা দপ্তরের নয়া প্রকল্প মিশন মুকুল এবং নিপুন কর্মসূচীর। তাতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য শিক্ষা দপ্তরের উচ্চ আধিকারীক সহ শিক্ষক শিক্ষিকারা। এই কর্মসূচীর মাধ্যমে শিক্ষার্থীদের নতুন পন্থায় সময়োপযোগী শিক্ষা প্রদান করা হবে বলে এদিন জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। শিক্ষামন্ত্রী বলেন, এই ব্যবস্থায় নতুন প্রজন্মের শিক্ষার্থীদের কাছে শিক্ষার নতুন দিগন্ত খুলে দেবে। শিশুরা বিকশিত হবে নতুন শিক্ষা ব্যবস্থায়।

Exit mobile version