জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পৌর নিগমের কার্যালয়ের হিম ঘরে বসে না থেকে, প্রতিনিয়তই মেয়র দীপক মজুমদার ছুটছেন এ প্রান্ত থেকে ও প্রান্তে। এলাকায় এলাকায় ছুটে গিয়ে নাগরিকদের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হবার চেষ্টা করছেন তিনি। শুক্রবার এমনটাই দেখা গেল পৌর নিগমের ১৭ নং ওয়ার্ডের অন্তর্গত এডভাইজার চৌমুনি এলাকায়। এদিন স্থানীয় কর্পোরেটর শিখা ব্যানার্জি ও নিগমের আধিকারিকদের সাথে নিয়ে এলাকার বিভিন্ন সমস্যা নিজের চোখে প্রত্যক্ষ করেন মেয়র সাহেব। পরিদর্শনকালে এলাকার নাগরিকদের সাথে কথা বলে তাদের বিভিন্ন অভাব অভিযোগ শুনেন তিনি। শুধু তাই নয় সমস্যাগুলি নাগরিকদের সহযোগিতায় সমাধানেরও আশ্বাস দেন মেয়র।