Site icon janatar kalam

সবুজকে রক্ষা করার বার্তা নিয়ে মোটর বাইক রেলি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগামী প্রজন্মের জন্য প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে সরকারি বেসরকারি উদ্যোগে চলছে প্রতিনিয়ত নানা সচেতনতামূলক কর্মসূচি। বিশেষ করে দূষণের মাত্রা কমাতে বৃক্ষরোপনের উপর প্রত্যেকেই যেন সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে এখন। এই অবস্থায় সবুজ ত্রিপুরা স্বচ্ছ ত্রিপুরা, স্লোগান নিয়ে সচেতনতামূলক কর্মসূচির উদ্যোগ গ্রহণ করে কাটিয়া বাবা চেরিটেবল সোসাইটি সামাজিক সংস্থা। সবুজকে রক্ষা করার বার্তা নিয়ে এই সংস্থা এবার আয়োজন করল এক মোটর বাইক রেলি। রেলিটি রাজ্যের বিভিন্ন পথ পরিক্রমা করবে। এতে অংশ নেয় ৪০ জন সবুজ সাথী।শুক্রবার সকালে আগরতলা উমাকান্ত একাডেমী প্রাঙ্গণ থেকে শুরু হয় এই সচেতনতামূলক বাইক রেলিটি। এদিন সবুজ পতাকা নেড়ে রেলিটির সূচনা করেন তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস। এধরনের কর্মসূচি আয়োজনের জন্য উদ্যোক্তাদের অভিনন্দন জানান অধিকর্তা শ্রী বিশ্বাস।

Exit mobile version