প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পৌরনিগমের ৪২ নম্বর ওয়ার্ডের শ্যামসুন্দর পাড়া। এই এলাকার নাগরিকদের একমাত্র চলাচলের রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পরিণত। বেহাল রাস্তা দিয়ে চলাচল স্বাভাবিক রাখতে গিয়ে প্রায় সময় দুর্ঘটনার কবলে পড়ছেন নাগরিকরা। এই রাস্তাটির সংস্কারের দাবি বারবার স্থানীয় জনগণ জানিয়ে আসলেও কোন সুফল নেই। তাই এবার স্থানীয় নেতৃত্ব বিষয়টি নিয়ে গেলেন মেয়র দীপক মজুমদারের দৃষ্টিতে। আর এই অভিযোগ পেয়েই বৃহস্পতিবার বেহাল রাস্তাটি পরিদর্শন করতে এলাকায় ছুটে যান মেয়র। স্থানীয় কর্পোরেটর ও নেতৃত্বদের সাথে নিয়ে এদিন মেয়র বেহাল রাস্তাটি পরিদর্শন করে স্থানীয় ভুক্তভোগী জনগণের সাথে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দেন। পরে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে মেয়র শ্রী মজুমদার বলেন, রাস্তাটির সম্পূর্ণ চলাচলের অনুপযুক্ত। তাই বেহাল এই রাস্তাটি সংস্কারের জন্য যেকোন দপ্তর কিংবা এএমসি থেকে খুব শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।