গ্রামীন এলাকার মানুষদের কে স্বাবলম্বী করে তুলতে মাতাবাড়ি কৃষি মহকুমার উদ্যোগে রাড ( নামছা) স্কীমে উদয়পুর খিলপাড়া এবং পশ্চিম খিলপাড়া এলাকায় অসংখ্য বেনিফিসিয়ারিদের মধ্যে হাঁস, ছাগল এবং মাছের পোনা বিতরন করা হয়। সংক্ষিপ্ত এক অনুষ্ঠানের মাধ্যমে বুধবার তা তুলে দেওয়া হয় গ্রামবাসীদের মধ্যে। উপস্থিত ছিলেন কৃষি পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির সদস্য সুজিত লোধ, বিশিষ্ট সমাজসেবী প্রবীর দাস, কৃষি দপ্তরের উপ অধিকর্তা গৌতম মজুমদার, উদ্যান দপ্তরের গোমতী জেলা উপ অধিকর্তা দীপঙ্কর দেব প্রমুখ। মাতাবাড়ি কৃষি মহকুমার এই উদ্যোগে এদিন খুশি সকল বেনিফিসিয়ারিরা।