জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দেশের প্রথম প্রধানমন্ত্রী প্রয়াত জহরলাল নেহেরুর জন্মদিন ১৪ ই নভেম্বর। নেহেরুর জন্ম দিনটি শিশু দিবস হিসেবেই পরিচিত। দেশের বিভিন্ন প্রান্তে কংগ্রেস দল যথাযোগ্য মর্যাদার সাথে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করে থাকে এই দিনটি। শুধু তাই নয়, সরকারিভাবেও বিগত দিন উদযাপন হয়ে আসছিল দিনটি। কিন্তু এবার যেন সম্পূর্ণ ব্যতিক্রম। শিশু দিবস উপলক্ষে সরকারিভাবে এবছর নেই কোন কর্মসূচি। তবে কংগ্রেস দলের উদ্যোগে যথাযোগ্য মর্যাদার সাথেই নেহেরুর জন্মজয়ন্তী উদযাপন করা হয়। রাজ্যে কংগ্রেস দলের উদ্যোগে কেন্দ্রীয়ভাবে মূল অনুষ্ঠানটি হয় আগরতলা প্রদেশ কংগ্রেস ভবন প্রাঙ্গনে। সেখানে আয়োজিত অনুষ্ঠানের দল ও বিভিন্ন গণসংগঠনের পতাকা উত্তোলন করেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। পরে উপস্থিত নেতাকর্মীরা নেহেরুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এতে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক আশীষ কুমার সাহা, প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি গোপাল চন্দ্র রায় সহ বিভিন্ন সংগঠন ও প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব। এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন বিধায়ক গোপাল চন্দ্র রায় বলেন, চাচা নেহেরু বিশ্বে প্রথম শান্তির বাতাবরণ সৃষ্টি করেছিলেন। তিনিই প্রথম বিশ্বশান্তির ডাক দিয়েছিলেন। দেশ স্বাধীন হবার পর দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রথম পদক্ষেপ নিয়েছিলেন তিনি।