জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর প্রতি অসাংবিধানিক ও কুরুচিকর মন্তব্য করেছে পশ্চিমবঙ্গের কারা মন্ত্রী অখিল গিরি। তারই প্রতিবাদে দেশব্যাপী গর্জে উঠেছে বিজেপি জনজাতি মোর্চা। সারা দেশের সাথে ত্রিপুরা প্রদেশ জনজাতি মোর্চার নেত্রী বৃন্দ ঘটনার ধিক্কার ও প্রতিবাদ জানিয়ে কারা মন্ত্রী অখিল গিরি ও তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর কুশপুত্তলিকা দাহ করেছে শনিবার। প্রদেশ বিজেপি সদর কার্যালয় এর সামনে জনজাতি মোর্চার নেতৃবৃন্দ তৃণমূল কংগ্রেস মুর্দাবাদ স্লোগান তুলে দুই মন্ত্রীর কুশপুত্তলিকা জুতাবেটা করে দাহ করেছে।