Site icon janatar kalam

অভিষেক দত্তের তৎপরতায় 13 পরিবারের 27 ভোটার বিজেপিতে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানীর আস্তাবল ময়দানে তিপরা মথা দলের শক্তির মহড়া দেখানোর ঠিক আগের দিন সিমলা বিধানসভা কেন্দ্রে মথার ঘরে বড়সড় ভাঙ্গন ধড়ালো বিজেপি দল। সদর জেলা কমিটির কার্যকরী কমিটির সদস্য তথা আগরতলা পুর নিগমের 18 নং ওয়ার্ডের কর্পোরেটর এবং শক্তি বিস্তারক অভিষেক দত্তের নেতৃত্বে সীমনা মন্ডলের 9 নং বুথে তিপরা মথার 13 পরিবারের 27 জন ভোটার বিজেপি দলের শামিল হয়েছে। অভিষেক দত্তের তৎপরতায় এদিন সীমানায় একটি সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রচুর সংখ্যক উপজাতি যুবক-যুবতী বিজেপির সমর্থনে কাজ করবে বলে অঙ্গীকারবদ্ধ হয়। উল্লেখ্য তিপরা মথা হার্মাদ বাহিনি চেষ্টা করেছিল অভিষেক দত্তের ওপর হামলা করার ও সভা বানচাল করার জন্য। এদিকে দক্ষ রাজনীতিবিদ অভিষেক দত্ত অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে রাজনৈতিক কর্মসূচি সফল করে ফিরে এসেছেন। আগামী দিনে এই বিধানসভা কেন্দ্রে বড় ধরনের ভাঙ্গন হবে বলে ধারণা করা হচ্ছে।

Exit mobile version