Site icon janatar kalam

বেতনক্রম সমস্যা দূরীকরণের জন্য শ্রম কমিশনের দ্বারস্থ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গাড়ির চালক ও সহচালকরা

রাজ্যে মহামারী করোনা ভাইরাসের ফলে সারা দেশব্যাপী লক ডাউন চলছে , তখন রাজ্যের সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ, ফলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির গাড়ি পরিষেবাগুলিও বন্ধ থাকায় সম্পূর্ণ ভাড়া পাচ্ছেন না বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গাড়ির চালক ও সহচালকরা গাড়ির মালিকদের কাছ থেকে , ফলে দৈনন্দিন জীবনে চলার পথে সমস্যার সৃষ্টি হচ্ছে। অপরদিকে লক ডাউনের কারণে বেসরকারি স্কুলে পড়ুয়া ছাত্রছাত্রীদের অভিভাবকদের এই সময়ে স্কুল ফিস দেওয়া নিয়ে যখন সমস্যার সম্মুখীন হচ্ছেন পাশাপাশি স্কুলগুলো না খোলাতে পাঠ্যক্রমের সাথে বাস পরিষেবাও বন্ধ রয়েছে । তবে স্কুলের পাঠ্যক্রম পুরুদ্দমে শুরু না হওয়ায় এবং গাড়ি পরিষেবা চালু না হওয়াতে এই সমস্যার সম্মুখীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গাড়ির চালক ও সহচালকরা। তারই পরিপ্রেক্ষিতে আজ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গাড়ির চালক ও সহচালক সমিতির পক্ষ থেকে শ্রম কমিশনের নিকট বেতনক্রম সমস্যা দূরীকরণের জন্য মিলিত হন সমিতির কার্যকর্তারা ।

Exit mobile version